দেশের কওমি মাদ্রাসাগুলোতে নিজেদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছে ছাত্রলীগের মাদ্রাসা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন মাদ্রাসা বিষয়ক উপ-সম্পাদক মমিনুল ইসলাম রাজিব।
শনিবার বিকেলে বেফাক কার্যালয়ে বেফাকের মহাসচিব উবায়দুর রহমান খান নদভীর সঙ্গে এবং পরে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসায় বেফাকের সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রলীগের প্রতিনিধিরা।
সাক্ষাৎকালে কী কথা হয়েছে- জানতে চাইলে জহিরুল ইসলাম বলেন, ‘আমরা মূলত উনাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছি। ছাত্রলীগে প্রথমবারের মতো মাদ্রাসা বিষয়ক সম্পাদক পদ যুক্ত করা এবং আলিয়া মাদ্রাসা নিয়ে ইতোমধ্যে আমাদের করা কাজ সম্পর্কে উনাদের অবহিত করেছি। আমরা কওমি মাদ্রাসা নিয়েও আরও কাজ করতে চাই বলেও জানিয়েছি।
‘মহাপরিচালক আমাদের কথা শুনেছেন এবং আমাদের সম্মতি ও উৎসাহ দিয়ে বলেছেন, কওমি মাদ্রাসায় কাজ করার ক্ষেত্রে উনারা আমাদের সহযোগিতা করবেন।’