জাতীয় শোক দিবসে গাজীপুরের শ্রীপুরে একটি কওমি মাদ্রাসায় বঙ্গবন্ধুর জীবন, দর্শন ও কর্ম নিয়ে আলোচনা সভা হয়েছে ।
দেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ও তার সাহসী নানা পদক্ষেপ তুলে ধরে আলোচনা করেন একের পর এক মাদ্রাসাশিক্ষক। সামনে বসে ছয় শতাধিক ছাত্র বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা শোনে।
লতিফপুর জামিয়া উলূম শারিয়াহ মাদ্রাসায় রোববার আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ।
দুপুরে মাদ্রাসা ও এতিমখানায় জাতির পিতার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া করা হয়।
বঙ্গবন্ধুকে নিয়ে কওমি মাদ্রাসার শিক্ষকদের এমন আয়োজনের প্রশংসা করে সাংসদ ইকবাল হোসেন সবুজ বলেন, ‘ঘাতকরা জাতির পিতাকে হত্যা করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চেয়েছিল। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার অসমাপ্ত কাজের হাল ধরেছেন।’
মাওলানা খোরশেদ আলমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আশেকে মোস্তফা, কওমি মাদ্রাসার কর্মকর্তা কাজী মইনউদ্দীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান।