মৌলভীবাজারের কাজির বাজার এলাকা থেকে পালিয়ে যাওয়া মাদ্রাসার দুই ছাত্র পুলিশ তদন্তের কথা শুনে বাড়ি ফিরেছে।
জেলার একটি মাদ্রাসা থেকে গত ১০ নভেম্বর নিখোঁজ হয় ১৪ বছর ও ১২ বছর বয়সী দুই ভাই। পরে পুলিশ তদন্ত করছে জানতে পেরে শনিবার সকাল সাতটার দিকে বাড়ি ফিরে যায় তারা।
মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ নভেম্বর পড়াশোনার চাপে দুই ভাই নিজেদের ইচ্ছায় পালিয়ে যায়। এর মধ্যে বড় ভাই কাজির বাজার এলাকার শাহধরন হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। তার ছোট ভাই নওমৌজা বাড়ন্তি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র।
দুই ভাই মিলে ১০ নভেম্বর রাত ১০টার দিকে ঢাকায় চলে যায়। সেখানে টঙ্গী এলাকায় নিজেদের পরিচয় গোপন রেখে একজন কাপড়ের ফ্যাক্টরি ও আরেকজন সাবানের ফ্যাক্টরিতে কাজ নেয়।
ওসি কে এম নজরুল ইসলাম বলেন, ‘ওই দিন রাতেই তাদের বাবা থানায় একটি সাধারণ ডায়রি করেন। থানায় অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে টিম মৌলভীবাজার সদর মডেল থানা।
‘তারা পালিয়ে যাওয়া দুই ভাইয়ের অবস্থান সম্পর্কে অবগত হন। এর মধ্যে পুলিশের কথা জানতে পেরে নিজেরাই আবার বাড়িতে ফিরে আসেন।’