1. info@somardiary.com : শিক্ষাবেলা :
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন

জীবন

তৌফিকুল ইসলাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২৯ বার পঠিত

এ সমাজে যত বিজ্ঞ আছে যত আছে গুণীজন,
তাদের শুধাই বলতে পারেন কাকে বলে জীবন?
কারো কাছে এই জীবনটাতো অল্প লজ্জা-ভয়,
কেউবা আবার জীবনযুদ্ধে মেনে নেয় পরাজয়।
কেউ কেউ মনে কল্পনা বোনে ছোট এক জীবনে,
কারো সুখ যত তার চেয়েও শত বাধা থাকে ভুবনে।
মানব সমাজ বলে দেখ আজ জীবন মানে ভোগ বিলাস,
সুধীজন বলে জীবন মানে স্বপ্রে ঘেরা নীল আকাশ।
বাউলের মতে খোলা দুই হাতে একতারাটাই জীবন,
অল্প অল্প সুরের তালে সুখের মায়াবী প্লাবন।
জীবনের গতি সাধারণ অতি এই মত জনতার,
সেথায় নাকি কদর বড় মহৎ-সততার।
হায়, হায়, হায় জীবন মানে শুধুই দুঃখ ব্যাথা,
ক্ষণিক হেসে অবশেষে বলেন সুখের মিতা।
এতজনের এত মতের ভীড়ে কোনটি হইবে ঠিক?
সঠিক অর্থ খুঁজতে আমি ছুটি দিক বিদিক।
চোখে আসে ঐ রাস্তার পাশে একটা ছোট্ট শিশু,
আবর্জনার মাঝে বুঝি খুঁজছে একটা কিছু।
ক্ষণকাল পরে বুঝিলাম তাহার আহার হয় নাই,
খাদ্যের খোঁজে পঁচা নর্দমা খুঁজছে যে সে তাই।
শুধাইলাম যে তারেও আমি একই প্রশ্ন,
প্রশ্ন শুনিয়া সে কিছুমাত্র হইল বিষন্ন।
অসহায় চোখে সে চাহিয়া থাকিল আমর চোখের দিকে,
ক্ষণিক সময় গেলেও পরে কিছু না বলিল মুখে।
ছলছলে ঐ দুচোখে আমি দেখেছি মৃত্যুক্ষুধা,
ঐ দু চোখেই দেখেছি আমি জীবনের সংজ্ঞা।
জীবন নামক প্রশ্নটা আর করিনিতো কাউকে,
সেদিনের সেই স্মৃতির ব্যাথা আজও হৃদয়পটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

সর্বসত্ত্ব সংরক্ষিত
Created By Soma IT Solution