আমার মৃত্যু মিছিলে তোমার ঠাঁই না হোক। আমার মৃত্যুর খবর তোমার নিকট না পৌঁছাক।
কি ভাবছো? তোমাকে ঘৃণা করি, উহু না মোটেও না।
সবাই কি ঘৃণা করার জায়গায় পৌঁছাতে পারে? ঘৃণা পেতে হলেও তো যোগ্যতা লাগে।
~তাসনিম এমি