1. info@somardiary.com : শিক্ষাবেলা :
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন

সফল শিক্ষার্থীর ১০ অভ্যাস

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২৯ বার পঠিত

শিক্ষাজীবনে সফল হতে হলে কিছু ভালো অভ্যাস গড়ে নিতে হয়। সেসব অভ্যাসই সফলতার চূড়ায় আরোহণের সিঁড়ি। শিক্ষামূলক সাইট ‘অপরচুনিটি ইন্টারন্যাশনাল’ অবলম্বনে সফল শিক্ষার্থীর ১০ অভ্যাসের কথা লিখেছেন ইজাজুল হক

পরিকল্পিত কাজ : তুমি কী করবে এবং কখন করবে তার একটি নিখুঁত পরিকল্পনা থাকতে হবে। সহজভাবেই কাজটি সম্পন্ন করতে এটি তোমাকে সাহায্য করবে এবং তুমি এক ধাপ এগিয়ে থাকবে।

একসঙ্গে একাধিক কাজ নয় : একই সময়ে একাধিক কাজ করাই মাল্টিটাস্ক। এ কাজ কখনো করবে না। গবেষণায় দেখা গেছে, এটি মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

সময় ভাগ করা : একটানা পড়বে না। পড়াশোনা কোনো দৌড় প্রতিযোগিতা নয়। সময় ভাগ করে নাও। একটি বিষয় পড়া শেষ হলে একটু বিরতি দাও। নিজেকে পুরস্কৃত করো। হাঁটাহাটি করো। খাও। তারপর ফ্রেশ হয়ে আবার পড়তে বসো।

পর্যাপ্ত ঘুম : রাতের আট ঘণ্টা ঘুম একজন শিক্ষার্থীর জন্য আবশ্যক। রাতের সুন্দর ঘুম তোমার মস্তিষ্ক ক্ষুরধার করবে এবং স্মৃতিশক্তি প্রখর করবে।

সময় নির্ধারণ : কোন সময় পড়লে তোমার মনোযোগে বিঘœ ঘটে না তা নির্ধারণ করো। সেটি হতে পারে ফজরের পর, স্কুল থেকে এসে কিংবা হতে পারে রাতের খাবারের পর। আর কতক্ষণ পড়লে মনোযোগ ধরে রাখতে পারো, সেটাও তোমার ওপরই নির্ভর করে।

ক্লাসনোট : ক্লাসনোট নিলে তুমি বেশি মনোযোগী হতে পারবে। এই নোট পরীক্ষার সময় তোমার বড়ই উপকার করবে। পুরো পাঠ্যবই হয়তো তুমি শেষ করতে পারবে না তখন এই নোটই তোমার বন্ধু হবে।

অধ্যয়ন ও অধ্যবসায় : সফল শিক্ষার্থীর জন্য আবশ্যকীয় গুণ অধ্যয়ন ও অধ্যবসায়। নিয়মিত পড়াশোনা করতে হবে। যেকোনো ধরনের গ্যাপ মনোযোগ অন্যদিকে সরিয়ে দিতে পারে।

পড়ার ঘর : ভালো পড়াশোনার জন্য সুন্দর ও গোছানো একটি ঘর চাই। সেই ঘরে খেলাধুলা ও বিনোদনের কোনো উপকরণ থাকবে না। টেবিলের চারপাশে বিরাজ করবে পড়াশোনার আবহ।

গ্রুপস্টাডি : কয়েকজন বন্ধু মিলে গ্রুপস্টাডি করো নিয়মিত। কঠিন ও বড় অধ্যায়গুলো সহজেই সলভ করার এটিই উত্তম পন্থা। একে অপরকে প্রশ্ন করো, ভাগ করে প্রত্যেকেই অল্প অল্প আলোচনা করো বা একজনই পুরো বিষয়টা সবার সামনে উপস্থাপন করো।

প্রশ্ন করা : জানতে কোনো লজ্জা নেই। যা-ই অজানা, প্রশ্ন করে জেনে নাও শিক্ষকের কাছ থেকে, হোম টিউটরের কাছ থেকে কিংবা বন্ধুদের কাছ থেকে। প্রশ্নই জ্ঞানার্জনের পথ উন্মুক্ত করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

সর্বসত্ত্ব সংরক্ষিত
Created By Soma IT Solution