দেশে উন্নত প্রযুক্তি ও কারিগরি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি তৈরিতে এক দশকে বিনিয়োগ হয়েছে হাজার হাজার কোটি টাকা। তবে প্রত্যাশা অনুযায়ী এগোতে পারেনি কারিগরি (টেকনিক্যাল) শিক্ষা। গত বছর দেশের মধ্যে মোট শিক্ষিত জনশক্তির মাত্র শূন্য দশমিক ৮১ শতাংশ এ খাতের ছিল। বাংলাদেশ পরিসংখ্যার ব্যুরোর (বিবিএস) জনসংখ্যা ও গৃহগণনা-২০২২ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এক দশকেরও বেশি সময়ে শিক্ষিত জনশক্তি (৫ বছরের বেশি বয়সী) শূন্য দশমিক ১০ শতাংশ বেড়ে শূন্য দশমিক ৮১ শতাংশে উন্নীত হয়েছে। ২০১১ সালে ছিল শূন্য দশমিক ৭১ শতাংশ। এটিকে হতাশাজনক বলছেন অর্থনীতিবিদরা। এ খাতে আশানুরূপ অগ্রগতি না আসা দক্ষ জনশক্তি উন্নয়নের ক্ষেত্রে এটি ভালো খবর নয়, বলছেন তারা।
জানা গেছে, দেশে এখনো সাধারণ শিক্ষায় শিক্ষিত জনশক্তি সবচেয়ে বেশি ৮৯ দশমিক ২৬ শতাংশ। ২০১১ সালে সাধারণ শিক্ষার হার ছিল ৯৩ দশমিক ৭১ শতাংশ। এ ছাড়া মাদ্রাসায় ৭ দশমিক ১৯ এবং অন্যান্য ২ দশমিক ৭৪ শতাংশ রয়েছে। বিবিএসের প্রতিবেদন বলছে, দেশে পাঁচ বছরের বেশি বয়সের ১০ কোটি ৫৭ লাখ ৭০ হাজারের বেশি মানুষ বিভিন্ন ধরনের শিক্ষা নিয়েছে।